রাণীনগরে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
শাহরুখ হোসেন আহাদ রাণীনগর, নওগাঁ।প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাণীনগর প্রেস ক্লাবের আয়োজনে শুক্রবার সকালে প্রেস ক্লাব ভবনে ৩৬ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ রাণীনগরের ৪ জনকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়।
রাণীনগর থেকে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণরা হলেন, উপজেলার খাগড়া গ্রামের মো: আল-এমরান সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট, বলিদাগাছী-মালশন গ্রামের আবু রায়হান সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট, সরকাটিয়া গ্রামের শামস্-ই-তাবরীজ সহকারি পুলিশ সুপার ও সরিয়া গ্রামের মো: ইউনুস আলী সড়ক ও জনপদ বিভাগের সহকারী প্রকৌশলী।
গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ- ৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য মো: ইসরাফিল আলম। তিনি বলেন, সন্তানদের লালন-পালনে সবচেয়ে বড় অবদান রাখেন পিতা-মাতা।
সেই সন্তান যখন গুনগত মানের শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে বড় কোন পদে নিয়োগপ্রাপ্ত হয় তখন অবশ্যই পিতা-মাতাসহ আমরা প্রতিবেশিরা তাদের গর্ভবোধ করি। এই সম্মান ধরে রাখতে হলে দেশের উন্নয়নের জন্য সততা দক্ষতার সাথে দ্বায়িত্ব পালন করতে হবে।
তাহলেই এই সম্মান দিনদিন আরো বৃদ্ধি পাবে। আপনাদের অনুসরণ করে নতুনরাও অনুপ্রাণিত হবে।
রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি এসএম সাইফুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল-ফারুক জেমস, ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, রাণীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাগর প্রমুখ।