‘আমার বিশ্বাস ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে’
ভারী বর্ষণ না হলে এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (১৭ আগস্ট) সকালে মহাখালী বাস টার্মিনাল থেকে ঘরমুখো মানুষের ঈদযাত্রা পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘রাস্তায় যেসব কাজ চলছিল, ঈদের ১০ দিন আগেই সেগুলো বন্ধ করে দেয়া হয়েছে। আমার বিশ্বাস এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। দূরপাল্লার গাড়িগুলো যথার্থভাবে চলবে। এবং ফিটনেসবিহীন গাড়িগুলোর লাইসেন্স বাতিল অব্যাহত রেখেছে পুলিশ। ভারী বর্ষণ না হলে যাত্রা গত ঈদের চাইতে অনেক স্বস্তিদায়ক হবে।’
তিনি আরো বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানের জন্য শান্তিময় পরিবেশ বিরাজ করছে। এই পরিবেশকে ভয়ঙ্কর রূপ দেয়ার জন্য বিএনপি এবং তার দোসররা উঠেপড়ে লেগেছে।’
দেশের শান্তিপূর্ণ পরিবেশকে বিএনপি নষ্ট করার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন সেতুমন্ত্রী।
কাদের বলেন, ‘পার্লামেন্টে তাদের (বিএনপি) কোনো প্রতিনিধিত্ব নেই। যখন আসার সুযোগ ছিল তখনও তারা আসেনি। তাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত অফার করা হয়েছিল কিন্তু তারা আসেনি। এবার তারা পার্লামেন্টে উপস্থিত নেই। আমরা তো এবার তাদেরকে ডাকতে হবে এমন কোন চিন্তা নেই।’