এশিয়ান গেমসের পর্দা উঠছে শনিবার
আগামীকাল (১৮ আগস্ট) পর্দা উঠছে এশিয়ান গেমসের। বাংলাদেশসহ অংশগ্রহণকারী সব দেশের অ্যাথলেটরা এরিমধ্যে পৌঁছেছেন আয়োজক ইন্দোনেশিয়ায়।
জমকালো উদ্বোধনীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে এবারের এশিয়ান গেমসের। আনুষ্ঠানিকতার সব প্রস্তুতিও সম্পন্ন করেছে ইন্দোনেশিয়া। এ উপলক্ষে পুরো দেশকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। দুই ভেন্যু শহর জাকার্তা ও প্ল্যামব্যাংগে শোভা পাচ্ছে রঙিন ব্যানার, পোস্টার ও বিলবোর্ড। বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে নানা ধরণের ম্যুরাল। দেয়ালে দেয়ালে আঁকা হয়েছে রঙিন কার্টুন। বিদেশি অতিথিদের উষ্ণ আতিথ্য দিতে উন্মুখ আয়োজকরা। এবারের আসরে ৪৫টি দেশের প্রায় ১২ হাজার অ্যাথলিটের মিলনমেলা বসবে ইন্দোনেশিয়ায়। আর ১৪টি ইভেন্টে এবার বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ১৪৪জন অ্যাথলিট।