নড়াইলে শুভ্রা মুখার্জীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
নড়াইল সদর উপজেলার তুলরামপুর গ্রামে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী প্রয়াত শুভ্রা মুখার্জীর তৃতীয় মৃত্যুবার্ষিকী (মামা বাড়ী) মন্দিরের সামনে যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হয়েছে।
এ উপলক্ষে দিনব্যাপি নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল নাম সংকীর্ত্তন, গীতা পাঠ, গীতা দান, অন্ন দান, বস্ত্রদান ও স্মরণ সভা। শুভ্রা মুখার্জী ফাউন্ডেশনের আয়োজনে শনিবার (১৮ আগষ্ট) বিকাল ৪টায় অনুষ্ঠিত স্মরণ সভায় জেলা আ’লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাইকমিশনার (খুলনা) রাজেশ কুমার রায়না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ,স,ম আরেফিন সিদ্দিকী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এসএম কামাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, অয়ন রঞ্জন দাশ প্রমুখ।