খুলনায় মেঘনা তেল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ শ্রমিকের মৃত্যু
খুলনায় মেঘনা তেল ডিপোতে ভয়াবহ আগুনে দুই শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে আরো ৫ জন।
সোমবার (২০ আগস্ট) বেলা পৌনে ১১টায় নগরীর খালিশপুর এলাকায় এ দুর্ঘটনা হয়। ফায়ার সার্ভিস জানায়, ট্যাঙ্ক লরিতে তেল সরবরাহের সময় হঠাৎ করেই আগুন ধরে যায়। এতে তেল নেয়ার অপেক্ষায় থাকা তিনটি ট্যাঙ্ক লরিতে আগুন ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলে থাকা মেঘনা ডিপোর কামাল শরীফ ও ট্যাঙ্ক লরি শ্রমিক রাজু আগুনে পুড়ে মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডিপোর ২টি ও খুলনা থেকে ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আহত ৫ জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করেন ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন খুলনা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মো. রেজাউল করিম ।