সাতক্ষীরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহতের ঘটনায় আটক-১
মোঃ শামছুজ্জামান আকাশ,সাতক্ষীরা প্রতিনিধি 4TV
সাতক্ষীরা সদরের ধুলিহরে মঙ্গলবার (২১ আগষ্ট) রাতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহতের ঘটনায় সেই ছিনতাইকারী জনতার সহায়তায় পুলিশ আটক করতে সক্ষম হয়েছে।
অভিযুক্ত ছিনতাইকারীর নাম আব্দুল হাকিম (২৩)। সে ধুলিহর ইউনিয়নের সুপারিঘাটা গ্রামের রহমত আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, নেহালপুর গ্রামের মৃত যতিন রায়ের পুত্র দুধ ব্যবসায়ী অশোক রায় (৪৫) প্রতিদিনের ন্যয় দুধ বিক্রয় শেষে সানাপাড়ার রাস্তা দিয়ে বাড়ী যাওয়ার সময় চাকু দেখিয়ে সাইকেলের পথরোধ করে টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় অশোক টাকা দিতে রাজী না হলে ধস্তাধস্তির এক পর্যায়ে তার গলায় ও বুকে ছুরিকাঘাত করে। কিন্তু তার চিৎকারে টাকা না নিয়েই ছিনতাইকারী পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী একটি বাড়ির ছাদে আশ্রয় নেয়। এরই মধ্যে পথচারীরা তাকে রক্তাক্ত ও আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়।
এদিকে এলাকার লোকজন ঘটনার কিছুক্ষনের মধ্যে ছাদে লুকিয়ে থাকা ছিনতাইকারী আব্দুল হাকিমকে টের পেয়ে ধরে পুলিশে সোপর্দ করে।
আহতের স্বজনরা জানায়, প্রচুর রক্তক্ষরনের কারনে অশোকের অবস্থা ততটা ভালো নয়।
এ ব্যাপারে সাতক্ষীরা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।