কাপাসিয়ায় ভিজিএফ’র চাল কালো বাজারে বিক্রি: তিন দিনে ৮২ বস্তা উদ্ধার
স্টাফ রিপোর্টার :
পবিত্র ঈদুল আযহা ও দুর্গাপূঁজা উপলক্ষে কাপাসিয়া উপজেলায় হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত ভিজিএফ’র চাল মাপে কম ও কালো বাজারে বিক্রির ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম গত তিন দিনে উপজেলার বারিষাব, রায়েদ ও টোক ইউনিয়ন পরিষদ এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে ৮২ বস্তা চাল উদ্ধার করেছেন। ঘটনার সাথে জড়িত দুই জনকে গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জানাযায়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে উপজেলার টোক ইউনিয়ন পরিষদ এলাকার শহর টোক গ্রামের চাল ব্যবসায়ী আঃ বারেক ওরফে বারু’র (৬৫) বাড়ি থেকে ৩০ কেজি ওজনের ৫৭ বস্তা চাউল জব্দ করেন। অবৈধ ও বিজিএফ’র চাল ক্রয়ের অপরাধে বারিককে আটক করা হয়েছে। ৫৭ বস্তা চাল বিক্রয়ের অপরাধে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী উত্তম চৌধুরী বাদী হয়ে ইউপি সচিব মশিউর রহমান, তার সহকারী শাহজাহান ও চাল ব্যবসায়ী আঃ বারেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এর আগে গত রোববার সন্ধ্যায় বারিষাব ইউনিয়নের সদস্য মমতাজ উদ্দিন ও চৌকিদার শাহজাহান ব্যবসায়ীদের কাছে ১৯ বস্তা চাল বিক্রি করার অভিযোগ উঠে। পরে পাশর্^বর্তী চাল ব্যবসায়ী রাশিদ ও আনোয়ারের মুদি দোকান থেকে ওই সব চাল উদ্ধার এবং রাশিদকে আটক করা হয়। এছাড়া গত সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার অভিযান চালিয়ে রায়েদ ইউনিয়নের শাহজাহান মেম্বারের বাড়ি থেকে ভিজিএফ’র ৬ বস্তা চাল উদ্ধার করেন। তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ বাকি বিল্লাহ্’র সঠিক তদারকি ও সংশ্লিষ্ট টেক অফিসারদের উপস্থিতি নিশ্চিত না করার কারণে উপজেলা ব্যাপী বিজিএফের চাল হরিলুট হচ্ছে বলে ব্যাপক অভিযোগ রয়েছে।