চলে গেলেন ভারতীয় সাংবাদিক কুলদীপ নায়ার
ভারতের বিখ্যাত সাংবাদিক প্রথিতযশা রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক কুলদীপ নায়ার আর নেই। তাঁর জন্ম ১৯২৩ সালের ১৪ আগস্ট। ব্রিটিশ ভারতের পাঞ্জাবের শিয়ালকোটে। বাবা গুরুবাক সিং ছিলেন নামকরা চিকিত্সক। মাতার নাম পূরাণ দেবী।
বৃহস্পতিবার (২৩ আগস্ট) সকালে দিল্লির একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
শৈশবে তিনি গান্ধা সিং হাই স্কুলে লেখাপড়া করেছেন। এরপর মারী কলেজ থেকে বিএ (আনার্স) করার পর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ণ ইউনিভার্সিটির মেডিল স্কুল অব জার্নালিজম থেকে উচ্চতর ডিগ্রী লাভ করেন।
এছাড়া তিনি আইন বিষয়েও অধ্যয়ন করেছেন। সাংবাদিকতায় কর্মজীবন শুরু করে পরবর্তী সময়ে নিজেকে বহুমাত্রিক পরিচয়ে বিস্তৃত করেছেন কুলদীপ নায়ার।
কুলদীপ নায়ার ভারতীয় পত্রিকা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সাবেক সম্পাদক ছিলেন। তাঁর আত্মজীবনী ‘বিয়ন্ড দ্য লাইনস’ বা সীমার ওপারেসহ তাঁর লেখা ১৫টি বই রয়েছে। এর মধ্যে রয়েছে ‘ইন্ডিয়া আফটার নেহরু’, ‘ইমার্জেন্সি রিটোল্ড’, ‘ডিসট্যান্ট নেবারস: এ টেল অব দ্য সাবকন্টিনেন্ট’ প্রভৃতি। তাঁর কলাম ‘বিটুইন দ্য লাইন’ দেশ-বিদেশের ১৭টি ভাষার ৮০টি পত্রিকায় ছাপা হয়।