মানবতাবিরোধী অপরাধের জন্য মিয়ানমার সেনাবাহিনীকে বিচারের মুখোমুখি করতে বিশ্ব নেতারা ব্যর্থ
রোহিঙ্গা সংকটের এক বছর পার হলেও মানবতাবিরোধী অপরাধের জন্য মিয়ানমার সেনাবাহিনীকে বিচারের মুখোমুখি করতে বিশ্ব নেতারা ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
শুক্রবার সংস্থাটির বিবৃতিতে বলা হয়, গত বছর সুপরিকল্পিতভাবে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর অত্যাচার নির্যাতন চালানো হয়। রাখাইনে রোহিঙ্গাদের ওপর চালানো জাতিগত নিধনের তথ্য প্রমাণ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কাছে রয়েছে বলেও জানানো হয়। এতে বলা হয়, রোহিঙ্গাদের বাড়ি ঘরে অগ্নিসংযোগসহ খুন, ধর্ষণ ও অমানবিক নির্যাতন করে মিয়ানমার সেনারা। তবে বিশ্ব নেতাদের ব্যর্থতায় তাদেরকে বিচারের মুখোমুখি করা সম্ভব হয়নি উল্লেখ করে একে লজ্জাজনক হিসেবে আখ্যা দেয় সংস্থাটি।