ছুটি শেষে স্বরুপে ফিরেছে বেনাপোল বন্দর।
মীর ফারুক যশোর জেলা প্রতিনিধি
মুসলিম জাহানের বড় উৎসব পবিত্র ইদুল আযহা উপলক্ষে সরকার ঘোষিত টানা পাঁচ দিনের ছুটি শেষে, দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল ফিরে পেয়েছে তার স্বরুপ।ইদের ছুটির কারনে গত ৫ দিন ধরে বেনাপোল স্থল বন্দর সব ধরনের আমদানীও রপ্তানী কার্যত্রুম বন্ধ ছিলো।এই কারনে কর্মচঞ্চল বেনাপোল স্থল বন্দর টানা ৫ দিন ধরে ছিলে কর্মহীন, জনশুণ্য, অনেকটা নীরব।
কিন্তু ছুটির দিন গুলোতে বন্দরে যাতে কোন ধরনের নাশকতামূলক কর্মকান্ড সংঘটিত না ঘটে,সে কারনে পুলিশ, আনসার ও আইনশৃঙ্খলা বাহিনী বাড়তি নিরাপত্তা ছিলো চোখে পড়ার মতো।
ইদুল আযহার উপলক্ষে বেনাপোল বন্দর ২১ শে আগষ্ঠ থেকে ২৫ শে আগষ্ঠ পর্যন্ত সরকারী ছুটি ঘোষণা করে।ফলে বন্দরে সকল কর্মকতা কর্মচারীরা ইদের আনন্দ পরিবারে সাথে ভাগাভাগি করতে নারীটানে যার যার গ্রামের বাড়িতে ইদ উৎসব উদযাপন করে।
দীর্ঘ ৫ দিনের ছুটি শেষে আজ সোমবার সকাল বেনাপোল স্থল বন্দরে সকল কাস্টমস কর্মকতা ও কর্মচারী নিজ কর্মস্থলে যোগদান করে। ফলে সকাল থেকে বেনাপোল বন্দরে কার্যত্রুম স্বাভাবিক ভাবে শুরু হয়েছে।ভারতের সাথে আমদানী রপ্তানী কার্যত্রুম চলছে স্বাভাবিক গতিতে।সকাল থেকে ভারত থেকে কয়েকশো ভারতীয় পন্যবাহী ট্রাক আমদানী করা পন্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে এবং বাংলাদেশ থেকে রপ্তানী করা পন্য নিয়ে ভারতে প্রবেশ করতে দেখা গেছে।
এই দিকে ছুটির কারনে বন্দরে আটকে থাকা আমদানী বা রপ্তানী করা পন্য খালাসে ছোটাছুটি করছে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট কর্মকতা কর্মচারীরা।
বন্দরের টান্সপোর্ট শ্রমিক ও ট্রাক শ্রমিকরা আমদানী পন্য নিয়ে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে পৌছে দেওয়া জন্য ট্রাকে পন্য লোডে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।
বন্দরে হ্যান্ডিলিং শ্রমিক সংগঠনের সকলে ইউনিট সকাল থেকে তাদের কাজে যোগদান করে।এবং বন্দরে আমদানী ও রপ্তানী করা পন্যসমূহ লোড আন লোড করতে নিরলস ভাবে কাজ করে দেখা গেছে।
ফলে বেনাপোল স্থল বন্দর দীর্ঘ ৫ দিনের কর্মহীনতা ভেঙ্গে তার আসল চেহারায় ফিরেছে।