পাঁচ দফা দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন
আহসান হাবীব পঞ্চগড় প্রতিনিধি
ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত সরাসরি আন্তঃনগর ট্রেন চালু ও মেডিক্যাল কলেজ স্থাপনসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকাস্থ পঞ্চগড়বাসী নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আজ শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এই কর্মসূচি পালন করে তারা।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে ওই সংগঠনের সদস্য ছাড়াও সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা উদীচীর সভাপতি সফিকুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক, জ্যেষ্ঠ সাংবাদিক শহিদুল ইসলাম, ঢাকাস্থ পঞ্চগড়বাসী সংগঠনের আহ্বায়ক তানবিরুল বারী নয়ন, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব ও আব্দুস সাত্তার।
এ সময় বক্তারা অবিলম্বে ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত সরাসরি আন্ত:নগর ট্রেন চালু, পঞ্চগড়ে ড্রেজার মেশিন দিয়ে পাথর তোলা বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, পঞ্চগড়ে মেডিক্যাল কলেজ স্থাপন ও বাইপাস সড়ক নির্মাণ এবং বিদ্যুতের লোডশেডিং ও লোভোল্টেজ সমস্যা সমাধানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।