মাগুরায় ৫ ঘন্টাব্যাপী চলমান সংঘর্যে প্রায় অর্ধশতাধিক আহত!
মহসিন মোল্যা 4TV
মাগুরা মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া গ্রামে গতকাল ২৬ আগষ্ট রবিবার রাত ৯ টা থেকে শুরু হয়ে ২৭ আগষ্ট সোমবার রাত ২ টা পর্যন্ত ৫ ঘন্টাব্যাপী দফায় দফায় সংষর্ষের ঘটনা ঘটেছে।রাতভর আওয়ামীলীগের দুই গ্রুপের চলমান সংঘর্ষে আহত হয়ে প্রায় অর্ধশতাধিক।এছাড়া বেশকিছু ঘরবাড়ি ভাংচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে।
সংঘর্ষে উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক সমর্থক আহত হয়েছে।আহতদের মধ্যে ২৮ জনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে এবং অন্যান্যদের স্হানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।আহতদের মধ্যে দবির হোসেন (৪০) কে আশঙ্কাজনক অবস্হায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্হলে পৌঁছে পরিস্হিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে।পরে মাগুরা পুলিশ এবং মহম্মদপুর থানা পুলিশের যৌথ প্রচেষ্টায় পরিস্হিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।পরিস্হিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৫০ রাউন্ড রাবার বুলেট এবং ১০ রাউন্ড গ্যাস নিক্ষেপ করে।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৫ জনকে ঘটনাস্হল থেকে আটক করেন।আটককৃতরা হলেন,
তোকাদ্দেস,রফিকুল,সিরাজুল,আওয়াল এবং আব্দুল্লাহ।পরে তাদের মাগুরা জেল হাজতে প্রেরণ করা হয়।
এলাকাবাসির জানান,বিনোদপুর ইউনিয়ন চেয়ারম্যান জনাব শিকদার মিজানুর রহমান এবং আওয়ামীলীগ নেতা জনাব সাকিবুল ইসলাম পিকুল মোল্যার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
ঘটনার সূত্র ধরে রবিবার সকাল ৮ টার দিকে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়।পরে রাত ৯ টার উভয় পক্ষের লোকজন দেশীয় অসস্ত্র সহ সংঘর্ষে লিপ্ত হয়।
মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ জনাব তারিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,এখন পরিস্হিতি নিয়ন্ত্রনে রয়েছে।পুনরায় সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।ঘটনাস্হল থেকে ৫ জনকে আটক করা হয়েছে।