শ্রীপুরে শোক দিবসের কর্মসুচী নির্বাচনী জনসভায় পরিণত
টি.আই সানি,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে জাতীয় শোক দিবসের কর্মসুচী নির্বাচনী জনসভায় রূপ নিয়েছে। মহাসড়কে হাজারো মানুষের ঢল থেকে কেবলই নৌকা প্রতীকে ভোট আহবান করে শ্লোগান দেয়া হচ্ছিল।
এসময় তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠানের প্রধান অতিথি ইকবাল হোসেন সবুজকে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য হিসেবে দলীয় প্রধানের কাছে নৌকা প্রতীকের মনোনয়ন দাবী করেন। তিনি গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।
বুধবার দুপুর ২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজারে তেলিহাটী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে জাতীয় শোক দিবসের কর্মসুচী পালিত হয়। শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলবদ্ধভাবে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন সকাল থেকেই শোক দিবসের কর্মসুচীতে সমবেত হতে থাকেন। বক্তৃতার পর্বে সকল বক্তাগণ বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত সকল খুনীর নিশ্চিত শাস্তি দাবী করেন। দাবীর পরই প্রত্যেক বক্তা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইকবাল হোসেন সবুজকে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য হিসেবে দলীয় প্রধানের কাছে প্রার্থী দাবী করেন। পরে তাকে ভোট প্রদানের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করার প্রত্যয় ব্যাক্ত করেন।
শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল আলম প্রধানের সভাপতিত্বে ও আজাহার হোসেন এবং লিয়াকত ফকিরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ। উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, তেলিহাটী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, গাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাশেম, পৌর আওয়ামীলীগ নেতা নূরে আলম মোল্লা, মাসুদ আলম ভাঙ্গী, আলমগীর হোসেন, মাহবুবুর রহমান, তেলিহাটী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ইব্রাহীম মাহমুদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মোফাজ্জল হোসেন প্রমূখ।
সবশেষে বঙ্গবন্ধু ও তার সাথে নিহত পরিবারের সদস্যদের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।