নেপাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
চতুর্থ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে নেপালের কাঠমান্ডুতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে তিনি নেপাল পৌঁছান।
এই সম্মেলনে যোগ দেবেন আঞ্চলিক জোটভুক্ত ৭ দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা। এই সম্মেলনে সাধারণ বৈদ্যুতিক সংযোগ কিংবা গ্রিড কানেক্টিভিটি নিয়ে আলোচনা হতে পারে। সন্ত্রাসবাদ মোকাবিলা নিয়েও আসতে পারে সাধারণ ঘোষণা।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, প্রায় দুই দশক ধরে প্রতিষ্ঠিত এ সংগঠনকে আরও গতিশীল করাই এ সম্মেলনের মূল লক্ষ্য। সম্মেলনে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং ভুটানের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দাশো সেরিং ওয়াংচুকের সঙ্গে বৈঠক করারও কথা আছে।