স্মার্ট ঘড়ি মাইক্রোসফট অ্যাকাউন্ট
প্রযুক্তি দুনিয়া নিত্যনতুন যুক্ত হচ্ছে নানা ধরণের ফিচার ও সুযোগ-সুুবিধা। মানুষের কাজকে গতিশীল ও সহজ করতেই যুক্ত হচ্ছে এসব ফিচার। এবার
হাতে পরা স্মার্ট ঘড়ি থেকে মাইক্রোসফট অ্যাকাউন্টে সরাসরি প্রবেশের সুবিধা চালু করছে অ্যাপল।
এ জন্য আলাদা পাসওয়ার্ডও দিতে হবে না। ফলে পথচলার সময়ই সরাসরি নিজের আউটলুক, স্কাইপ, ওয়ান ড্রাইভ অ্যাকাউন্টের পাশাপাশি অফিস ৩৬৫ সার্ভিসে প্রবেশ করা যাবে। তবে সব স্মার্ট ঘড়িতে নয়, শুধু অ্যাপলের তৈরি স্মার্ট ঘড়িতে এ সুযোগ মিলবে। এ জন্য অ্যাপলের স্মার্ট ঘড়ি উপযোগী নতুন অ্যাপও চালু করছে মাইক্রোসফট। অ্যাপটি স্মার্ট ঘড়িতে ইনস্টলের সময়ই ব্যবহারকারীদের কাছ থেকে অ্যাকাউন্টের পাসওয়ার্ড, পিন বা বায়োমেট্রিক অথেনটিকেশনের বিভিন্ন তথ্য সংরক্ষণ করবে। এসব তথ্য একটি নম্বরে সংরক্ষণ করা হবে। পরে স্মার্ট ঘড়িতে থাকা নম্বরটিতে স্পর্শ করলেই সরাসরি মাইক্রোসফট অ্যাকাউন্টে ঢুঁ মারা যাবে। এরই মধ্যে ফিচারটির কার্যকারিতা পরখ করছে মাইক্রোসফট।
উল্লেখ্য, পাসওয়ার্ড ছাড়াই অ্যাকাউন্টে প্রবেশের জন্য গত বছর ‘অথেনটিকেটর’ অ্যাপ চালু করে মাইক্রোসফট। অ্যানড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসে কাজ করে অ্যাপটি।