সংবাদপত্রের মুখ বন্ধ করতে একের পর এক সাংবাদিক হত্যা
মীর ফারুক যশোর জেলা প্রতিনিধি
বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী বলেন,কমল সৈনিকদের মুখ বন্ধ করতে সারাদেশে একের পর এক সংবাদিক হত্যা করা হচ্ছে, গণতন্ত্র ও ভোটাধিকার স্বাধীনতা না থাকলে সংবাদপত্রের স্বাধীনতা থাকে না,তাই সকল শ্রেণীপেশার মানুষকে জীবন দিয়ে হলে গণতন্ত্র,ভোটাধিকার প্রতিষ্ঠা জন্য কাজ করতে হবে।
শুত্রুবার বিকালে যশোর প্রেসক্লাব মিলনায়তনে
যশোর সাংবাদিক ইউনিয়ন(জেইউজের)দ্বি বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথির বক্ত্যবে তিনি এই কথা বলেন।
অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন বিএফইউজে এর সাধারন সম্পাদক এম আব্দুল্লাহ, সিনি- সহ সভাপতি নুরুল আমিন রোকন,যশোর প্রেসক্লাব এর সভাপতি জাহিদ হাসান টুকুন,সাধারন সম্পাদক এস এম তৌহিদুর রহমান,বিএফইউজের সদস্য ফজলে রাব্বি , সাদিকুল ইসলাম, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সম্পাদক আহসান হাবীব ও তৌহিদুর জামান প্রমুখ।
প্রধান অতিথির বক্ত্যেবে তিনি আরো বলেন এই সরকার জনগনের ভোটে ক্ষমতায় আসেনি,তাই তারা যা ইচ্ছা তাই করছে,এই সরকারে আমলে সারাদেশে ৩৩ জন সাংবাদিক কে হত্যা হয়েছে,কিন্তু তারা একটি হত্যারও বিচার করতে পারে নাই।হামলা মামলা নির্যাতন, সীমা ছাড়িয়ে যাচ্ছে, এ সরকারের আমলে কোন মানুষের জানমাল এর নিরাপত্তা নাই। নিরাপত্তা আশা করাও বোকামি।
বিএফইউজের সাধারন সম্পাদক এম আব্দুল্লাহ বলেন এ সরকারে আমলে সাংবাদিকদের সামান্যতম নিরাপত্তা নাই। সরকার বহু পুরানো মামলার বিচারকার্য শেষ করলেও কোন সাংবাদিক হত্যার বিচার হচ্ছে না, দেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা না হলে সংবাদপত্রে স্বাধীনতা নিশ্চিত হবে না।