বাকেরগঞ্জে সাংবাদিকদের কলম বিরতি কর্মসূচি পালিত
বাকেরগঞ্জ প্রতিনিধি
সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়নের দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাকেরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এক ঘণ্টা কলম বিরতি কর্মসূচি পালন করা হয়েছে। গত ০২ সেপ্টেম্বর রবিবার বিএমএসএফ বাকেরগঞ্জ শাখার সভাপতি দীন মোহাম্মাদ দীনুর সভাপতিত্বে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন বিএমএসএফ বাকেরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক শাখায়াত হোসেন মনির, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান মোহাম্মাদ সেলিম, সাবেক সভাপতি জাকির জোমাদ্দার, সাংগঠনিক সম্পাদক বায়জিদ বাপ্পি ও মহিবুল্লাহ ।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক সফিকুল আলম নাসির, অধ্যাপক মো. লুৎফর রহমান খান, অরুন চন্দ্র দাস, গাজী মো. মোশাররফ, সফিক খান বাবু, উত্তম কুমার, মাসুদুর রহমান মোর্শেদ, মো. বশির আহম্মদ, রাসেল হোসেন, বশির আহম্মেদ রেজা ও রিয়াজ শরীফ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএম পলাশ। বক্তারা বলেন, আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীর হত্যাকারীদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি প্রদান ও অবিলম্বে বিএমএসএফ’র ১৪ দফা দাবি মেনে নিয়ে সাংবাদিক নির্যাতন, মামলা-হামলা বন্ধ এবং সকল সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচার করতে হবে।