নবজাতকটি কার!কি হবে তার বংশ পরিচয়?আর কেই বা তার দায়িত্বভার গ্রহন করবে?
মহসিন মোল্যা,মাগুরা জেলা প্রতিনিধি
জন্মই যেন তার অজন্ম পাপ।কি দোষ ছিল এই নিষ্পাপ শিশুটির!কি তার পিতার পরিচয়?কে তার গর্ভধারনী মাতা?
আজ ৩ সেপ্টেম্বর সোমবার সকাল ৭ টার সময় মাগুরা শহরের ভায়না মোড় এলাকার পিটিআই সামনে গাছ তলায় সদ্য নবজাতককে কণ্যা সন্তানকে দেখে স্হানীয় লোকজনের মাঝে কৌতুহলের সৃষ্টি হয়।সকলের মনে একই প্রশ্ন নবজাতক কণ্যাটি কার?কে বা কাহারা শিশুটিকে এখানে এভাবে ফেলে রেখে পালিয়ে গিয়েছে?
স্হানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করে।পরে অবস্হার অবনতি হলে শিশুটিকে সকাল ১১ টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে খবর নিয়ে জানা যায় শিশুটা এখন সম্পূর্ন আশঙ্কামুক্ত।
মাগুরা জেলা যুবলীগ সদস্য পাভেল রহমান জানান,আজ সকালে মাগুরা পিটিআই এলাকায় একটি নবজাতককে দেখে লোকজন আমাকে খবর দিলে আমি দ্রুত সেখানে পৌঁছায়।পরে শিশুটিকে উদ্ধার করে নিজে দায়িত্ব নিয়ে শিশুটিকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠিয়ে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করি।এখন শিশুটি ফরিদপুর মেডিকেল হাসপাতালে সুস্হ আছে।