জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের উদ্বোধন
এম এ সাজেদুল (দিনাজপুর)
ইসলামগত বুধবার বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্ট (অনুর্ধ-১৭) এর উদ্বোধন হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে খেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) মোছা. পারুল বেগম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম, ইউআরসি মো. শফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) সামছুল আলম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. মোশারফ হোসেন, আমজাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহ জিয়াউর রহমান, নবাবগঞ্জ ক্লাব ও লাইব্রেরীর সভাপতি সাদেকুল ইসলাম, সাধারন সম্পাদক ফরহাদ হোসেন চৌধুরী, নবাবগঞ্জ ডিগ্রি কলেজের ক্রিড়া শিক্ষক ইউনুছ আলী, গোলাপগঞ্জ ইউপি চেয়ারম্যান রাশেদুল কবির রাজু, দাউদপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহেল আজিম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান , সাধারন সম্পাদক হাফিজুর রহমান মিলন, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক আব্দুল মোন্নাফ, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির -২ এর নবাবগঞ্জ সাব জোনাল অফিসের এজিএম মো. আইয়ুব আলী, সদর বিট কর্মকর্তা নিশিকান্ত মালাকার প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমান বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে অনুর্দ ১৭ বছরের কিশোর কিশোরীদের শারিরিক মানসিক ও নান্দনিক বিকাশ প্রতিযোগিতার মাধ্যমে সহিঞ্চুতা, মনোবল বৃদ্ধি ও খেলাধুলায় উৎসাহী করে গড়ে তোলা এবং কিড়া চর্চায় উদ্বুদ্ধকরন, মাদকাসক্তি, জঙ্গিবাদসহ সকল অসামাজিক কর্মকান্ড হতে বিরত রাখার লক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্ট অনুর্ধ ১৭ আয়োজন করা হয়েছে। তিনি খেলায় উপজেলার সকল পেশাজিবি মানুষদের অংশগ্রহনের উদাত্ত আহবান জানান। উদ্বোধনী দিনে গোলাপগঞ্জ ইউনিয়ন বনাম দাউদপুর ইউনিয়ন একে অপরে বাঘে সিংহে লড়াইয়ে চলছে খেলা।