অ্যামাজানের বর্তমান বাজার মূল্য ১ ট্রিলিয়ন ডলার
খুব শিগগিরই টেক জায়ান্ট অ্যাপলকে টেক্কা দিয়ে বিশ্বের শীর্ষ ধনী প্রতিষ্ঠান হতে যাচ্ছে অনলাইন জায়ান্ট অ্যামাজান।
বর্তমানে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার। অ্যামাজানের শেয়ারের মূল্য ২ হাজার ১২ ডলার। এরমধ্যে চলতি বছরই প্রতিষ্ঠানটির মূল্যমান অন্তত ৭২ শতাংশ বেড়েছে। এর আগে ২ আগস্ট বিশ্বের শীর্ষ ধনী প্রতিষ্ঠান ছিলো অ্যাপল।
যার শেয়ারের মূল্যমান ছিলো ২ হাজার ৫০ ডলার। অ্যামাজানের গতি প্রতিষ্ঠানটিকে ২০২০ সাল নাগাদ যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ডিজিটাল বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি দেবে বলে মনে করছে প্রযুক্তি বিশেষজ্ঞরা। বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি অ্যামাজানের প্রতিষ্ঠাতা জেফ বেজস।
যার মোট সম্পত্তির মূল্যমান ১৬ হাজার ৪শ' কোটি ডলার। এরপরের অবস্থানে রয়েছে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস এবং ব্যবসায়ী ওয়ারেন বাফেট।