ঝিনাইদহে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশীপ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
ঝিনাইদহে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশীপ প্রীতি ফুটবল (অনুর্ধ-১৮) ম্যাচ। বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্দীতা করে ঝিনাইদহ পৌরসভা ফুটবল একাদশ ও ভারতের নদীয়া জেলার কল্যাণী পৌরসভা ফুটবল একাদশ। ৬০ মিনিটের খেলার প্রথমার্ধে কোন পক্ষ গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধে পেনাল্টি পেয়ে একটি গোল করে ঝিনাইদহ পৌরসভার ফুটবল একাদশ।
৬০ মিনিট শেষে অতিরিক্ত ৪ মিনিট পেয়েও গোল পরিশোধ করতে পারেনি কল্যাণী পৌরসভা ফুটবল একাদশ। বাংলাদেশ ও ভারতের মধ্যকার এই প্রীতি ম্যাচকে ঘিরে তাই স্টেডিয়ামের গ্যালারিতে এসে জড়ো হয়েছিলেন হাজার হাজার ক্রীড়াপ্রেমী। তাদের আনন্দ উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো গ্যালারি। খেলা শেষে দু’দলের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
এসময় আয়োজক ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাস, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. বিকাশ কুমার ঘোষ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, ভারতের কল্যাণী পৌরসভার কো-অর্ডিনেটর মিলান ঘোষ, কোচ দেবব্রত বিশ্বাস, সহকারী কোচ বারুন নন্দীসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।