জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার-৩
নিরেন দাস, জয়পুরহাট,প্রতিনিধি 4TV
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামে ৭ ই সেপ্টেম্বর ভোর রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৬৪ বোতল ফেন্সিডিল ৪৯৫ টি ব্রুপেনোরফিন ইঞ্জেকশন সহ ৩ জন মাদক চোরাকারবারি কে গ্রেপ্তার করেছে জয়পুরহাট র্যাব-৫।
গ্রেপ্তারকৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার গোপালপুর গ্রামেরি বাসিন্দা মোঃ বেলাল হোসেনের পুত্র মোঃ রুবেল হোসেন (১৯), জলিল মন্ডলের ছেলে সুলতান মন্ডল (১৯), দুলাল হেসেনের ছেলে রেজওয়ান হোসেন (১৯),
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কমান্ডার (অতিরিক্ত) পুলিশ সুপার, আবু খায়ের চ্যানেল ফোর টিভিকে জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় সকল প্রকার মাদক বিক্রি করে আসছিল। শুক্রবার ভোরে উত্তর গোপালপুর এলাকায় মাদক কেনা বেচা হচ্ছে এমন একটি গোপন সংবাদের ভিক্তিতে আমাদের সদস্য অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ক্যাম্পে আনা হয় বলে তিনি আরও জানান,পাঁচবিবি উপজেলাটি ভারত হিলি সীমান্ত এলাকা হওয়ার কারনে তারা দীর্ঘদিন ধরে আমদানি নিষিদ্ধ সকল প্রকার মাদক চোরাচালানের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন বলে সর্বশেষ জানান তিনি।