বিশ্ব সন্ত্রাসী বিরোধী সংগঠন মাগুরা জেলা কমিটির অনুমোদন
টাফ রিপোট
মাগুরায় বিশ্ব সন্ত্রাসী বিরোধী সংগঠন (World anti-Tarrorisum Organization) নামে একটি সন্ত্রাস বিরোধী সংগঠনের অনুমোদন প্রদান করা হয়েছে।সন্ধ্যায় বিশ্ব সন্ত্রাসী বিরোধী সংগঠন জার্মান কেন্দ্রীয় কমিটি এক প্রেস বার্তার মাধ্যমে এই কমিটির অনুমোদন প্রদান করেন।এর আগে ১ জুন ৩১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষনা প্রদান করেন বিশ্ব সন্ত্রাসী বিরোধী সংগঠন জার্মান কেন্দ্রীয় পরিষদ।
পরে বিশ্ব সন্ত্রাসী বিরোধী সংগঠন মাগুরা জেলা শাখা সভাপতি জনান মহসিন মোল্যার আবেদনে আজ ১০ সেপ্টেম্বর ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন প্রদান করা হয়।
কমিটির প্রধান উপদেষ্টা করা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংরক্ষিত মহিলা সাংসদ জনাব কামরুল লায়লা জলি এমপি,বিশেষ উপদেষ্টা মাগুরা জেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক জনাব আলী আহম্মদ আহাদ,এছাড়া বিশেষ উপদেষ্টা সরকারী শ্রীপুর ডিগ্রী কলেজ ইংরাজী প্রভাষক ও দৈনিক সমকাল পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি জনাব অপূর্ব কুমার মিত্র।
কমিটিতে জনাব মহসিন মোল্যা সভাপতি,জাকির হোসেন রাজু সাধারন সম্পাদক এবং আলী হোসোন মুক্তাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
এ বিষয়ে বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন মাগুরা জেলা সাধারন সম্পাদক জনাব জাকির হোসেন রাজু বলেন,বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন একটি সামাজিক সংগঠন।বর্তমাম সমাজে সন্ত্রাস এবং মাদক প্রতি রঞ্জে রঞ্জে মিশে গিয়েছে।তাই বিভিন্ন সভা এবং সেমিনারের মাধ্যমে আমাদের অন্যতম কাজ হবে সাধারন জনগনের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা।এই লক্ষে কাজ করতে আমরা মাগুরাবাসির সার্বিক সহযোগিতা কামনা করছি।আমরা সন্ত্রাস এবং মাদক মুক্ত মাগুরা চাই।