মাগুরা শ্রীপুর ডিগ্রী কলেজকে সরকারি কলেজে রুপান্তরিত করণে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা
মহসিন মোল্যা,মাগুরা
মাগুরা শ্রীপুর ডিগ্রী কলেজকে সরকারি কলেজে রুপান্তরিত হওয়ায় আজ ১১ সেপ্টেম্বর মঙ্গলবার আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।আনন্দ শোভাযাত্রাটি সরকারি শ্রীপুর ডিগ্রী কলেজ চত্ত্বর থেকে বের হয়ে শ্রীপুর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে সরকারি শ্রীপুর ডিগ্রী কলেজ মুক্ত মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়।
শোভাযাত্রায় অংশগ্রহন করেন শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী,মুক্তিযোদ্ধা,সুশিল সমাজ,গণ মাধ্যম ব্যক্তিবর্গ সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ। অলোচনা সভার সভাপতিত্ব করেন সরকারি শ্রীপুর ডিগ্রী কলেজ অধ্যক্ষ জনাব নির্মল কুমার সাহা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন শ্রীপুর ডিগ্রী কলেজ সাবেক অধ্যক্ষ জনাব উবাইদুল্লাহ,মাগুরা জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব নবুয়ত মোল্যা,মাগুরা জেলা সাংগঠনিক সম্পাদক ও নাকোল ইউনিয়ন চেয়ারম্যান জনাব হুমাউনুর রশিদ মুহিত,শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান জনাব মসিয়ার রহমান,শ্রীপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি জনাব সাজ্জাদ হোসেন,শ্রীপুর উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক জনাব আব্দুর রহিম সর্দ্দার,শ্রীপুর উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি জনাব কাজী জালাল উদ্দীন সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা শ্রীপুর ডিগ্রী কলেজকে সরকারি কলেজে রুপান্তরিত করায় জননেত্রী শেখ হাসিনা ও জননেত্রী শেখ হাসিনার একান্ত সহকারী সচিব জনাব এ্যাড. সাইফুজ্জামান শিখর সাহেবকে ধন্যবাদ জানান।এবং শিক্ষার উপযুক্ত পরিবেশ বজায় রাখার প্রতি সকলের সু-দৃষ্টি কামনা করেন।