যশোরের পালিয়ে আসা শিশুসহ ১৮ রোহিঙ্গা আটক
মীর ফারুক যশোর জেলা প্রতিনিধি
চট্রগ্রাম রোহিঙ্গা ক্যাম্প থেকে দালালের খপ্পরে পড়ে পাচার হয়ে ভারতে যেতে না পেড়ে ফের চট্রগাম রোহিঙ্গা ক্যাম্পে ফেরত যাওয়া আগমুহূর্তে, যশোর - বেনাপোল মহাসড়কে শার্শা আমড়াখালী বিজিবি চেকপোষ্টে সোহাগের পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৮ জন রোহিঙ্গা কে আটক করেছে বিজিবি। আটককৃত মধ্য ৯ জন শিশু,৫ জন পুরুষ,৪ জন নারী।
আটক রোহিঙ্গা দের মধ্য সালাম নামে একজন জানান গত ১২ সেপ্টম্বর ভারতে যাওয়া উদ্দেশ্য দালালের মাধ্যমে বেনাপোল আসি।কিন্তু দালালরা আমাদের কে ভারতে নিয়ে যেতে পারেনি।তাই আমরা আবার চট্রগ্রাম ক্যাম্পে ফিরে যাচ্ছিলাম। পথিমধ্য বিজিবি সদস্যরা বাস থেকে আমাদের নামিয়ে থানায় পাঠিয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শার্শা আমড়াখালী বিজিবি চেকপোষ্ট ঢাকাগামী সোহাগ পরিবহনে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে, চট্রগ্রাম রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা এই ১৮ রোহিঙ্গা কে আটক করে।
বিজিবির অধিনায়ক আরিফুল হক বলেন দালালের মাধ্যমে ভারতে যাওয়া উদ্দেশ্য তারা বেনাপোলে আসে।কিন্তু ভারত যেতে না পেড়ে তারা চট্রগ্রামে ফিরে যাচ্ছে এমন সংবাদে সোহাগ পরিবহন তল্লাশি করে ১৮ রোহিঙ্গা কে আটক করা হয়।আটক রোহিঙ্গাদের নামে মামলা করে বেনাপোল পোর্ট থানা সোর্পদ করা হয়েছে।