যশোরে বজ্রপাতে দুইজন নিহত আহত ৩
যশোর জেলা প্রতিনিধি
দুপুরে দিকে যশোরে হঠাৎ বৃষ্টি শুরু হলে স্কুল থেকে বাড়ি ফেরার সময় বজ্রপাতে ২ জন নিহত ও তিন জন আহত হয়েছে।বজ্রপাতে কেসমত মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৭তম শ্রেণির ছাত্র সাব্বির হোসেন(১২)ও মোহাম্মদ আলী(২৩) নিহত হয়েছে। আহতরা যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিংসাধীন আছে। একই গ্রামে হঠাৎ বজ্রপাতে ২ জন নিহত হওয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বজ্রপাতে নিহত সাব্বির হোসেন বাঘারপাড়া কেসমত মাহমুদপুর গ্রামের সাহাবুর হোসেন এর ছেলে,মোহাম্মদ আলী একই গ্রামের হোসেন সরদার এর ছেলে বলে জানা যায়।
আহত তিনজন একই গ্রামের কেসমত মাহামুদপুর গ্রামের জালাল উদ্দিন এর স্ত্রী কোহিনুর বেগম(৪৪), আয়ুব হোসেনের ছেলে রেজোয়ান হোসেন অষ্টম শ্রেণীর ছাত্র(১৩),ও মিলন হোসেন মেয়ে ৪র্থ শ্রেণীর ছাত্রী মিতু খাতুন(৯)।
স্থানীয় সুত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুরে স্কুল ছুটি হলে সাব্বির,রেজোয়ান,ও মিতু বাড়ি ফিরছিলো।বাড়ির কিছুটা দুরে আসলে হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা একটি দোকানে ভিতর অবস্থান করে।সে সময় দোকানে বজ্রপাতের ঘটনা ঘটে।বজ্রপাতে ঘটনাস্থলে সাব্বির ও মোহাম্মদ আলী মারা যায়,আহত তিন জন কে উদ্ধার করে যশোর মেডিকের কলেজে চিকিংসার জন্য পাঠায়,আহত তিন জন সেখানে চিকিংসাধীন আছে।
বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলে বজ্রপাতে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে।