বিএনপি জাতিসংঘে নালিশ করে দেশকে ছোট করেছে : কাদের
জনগণের প্রতি আস্থা হারিয়ে, দেশকে ছোট করে বিএনপি জাতিসংঘে নালিশ করে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। লবিস্ট নিয়োগে বিএনপির টাকার উৎসের অনুসন্ধান করা উচিত বলেও মনে করেন তারা। নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগ নেতারা হুঁশিয়ারি দেন, জনগণ ষড়যন্ত্রের জবাব দেবে। শনিবার আলাদা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতারা।
শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে কামরাঙ্গীরচরে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, কোনো ষড়যন্ত্রই নির্ধারিত সময়ে নির্বাচনকে ঠেকাতে পারবে না। একই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আশাবাদ জানান আগামী নির্বাচনেও জনরায় থাকবে নৌকার পক্ষে।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, 'মাঠে আসেন। খেলা হবে, ফাইনাল খেলা হবে ডিসেম্বর মাসে। যদি না আসেন তাহলে বিএনপি নামের দলটিকে বাটি চালান দিয়েও বাংলার মাটিতে পাওয়া যাবে না।'
বিকেলে ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির টাকার উৎসের অনুসন্ধান দাবি করে আওয়ামী লীগ।
দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, 'বিএনপি যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ দিয়েছে এবং সেখানে পেমেন্ট হয়েছে। এই টাকার উৎস কী এবং এই টাকা মার্কিন যুক্তরাষ্ট্রে কীভাবে গেলো এটি তদন্ত করে দেখা প্রয়োজন এবং সেভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
এর আগে, রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়েই জাতিসংঘের দ্বারস্থ হচ্ছে।
তিনি বলেন, 'নিজের দেশকে তারা কত ছোট করে, জনগণকে অসম্মান করে, কথায় কথায় বিদেশে গিয়ে নালিশ করা হয়। সামনে নির্বাচন। আপনাদের নালিশ যদি সত্য হয়, সরকার যদি খারাপ হয় তাহলে জনগণ আপনাদেরকে ভোট দিবে। আমাদের দেবে না।'
জোর করে ক্ষমতায় থাকার অশুভ মতলব আওয়ামী লীগের নেই বলেও মন্তব্য করেন দলের নেতারা।