নারায়ণগঞ্জে দেশটাকে পরিস্কার করি দিবস পালিত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
আমি শপথ করছি যে, সর্বদা কেবল ডাস্টবিনে ময়লা ফেলব এবং অন্যদেরও কেবল ডাস্টবিনে ময়লা ফেলতে উদ্বুদ্ধ করব। চলার পথে ময়লা ফেলার প্রয়োজন হলেও সেগুলো সাথে নিয়ে নিজ দায়িত্বে কেবল মাত্র ডাস্টবিনে ফেলব। যেখানে সেখানে কখনই থুথু ফেলব না। উন্মুক্ত স্থান, বনাঞ্চল জলাশয়ের পরিবেশ বিনষ্ট হয় এমন কাজ কখনও করব না।
আমি নিজের কাছে প্রতিজ্ঞা করছি যে, আমি পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়তে সদা সচেষ্ট থাকব। এই শপথের স্বার্থকতায় সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও পরিবর্তন চাই নামক সামাজিক সংগঠনের আহ্বানে দেশটাকে পরিস্কার করি দিবস পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সেলিম রেজা বলেছেন, ময়লা-আবর্জনা পরিস্কারের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সকলকে এগিয়ে আসতে হবে। চারপাশে ময়লা নাই এমন একটা দেশ চাই এই প্রতিপাদ্য বিষয়টাকে আমাদের বুকে ধারণ করতে হবে।
শনিবার ১৫ সেপ্টেম্বর বেলা ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয় (নতুন কোর্ট চত্বর) প্রাঙ্গণ ও আশপাশে রাস্তাগুলি মানব কল্যাণ পরিষদের স্বেচ্ছাসেবী কর্মীরা পরিচ্ছন্নতা অভিযানে নামে।
দেশটাকে পরিস্কার করি দিবসের প্রথমেই ময়লা-আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতায় উদ্বোধন করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সেলিম রেজা। উদ্বোধনের পর পরই জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে একটি র্যালি বের হয়। মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান ও পরিবর্তন চাই এর জেলা কমান্ডার এম এ মান্নান ভূঁইয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ অনলাইন প্রেসকাবের সভাপতি এড. শাহ আলী মোঃ পিন্টু খান, শুভেচ্ছা বক্তব্য রাখেন এনডিসি জ্যোতি বসু চন্দ্র, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শহিদুল ইসলাম, জেলা সহকারী তথ্য অফিসার মোঃ সেলিম মাহমুদ, খান সাহেব ওসমান আলী হাই স্কুলের প্রিন্সিপ্যাল আফরোজা ওসমান ও জাতীয় লেখক কল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক আয়শা আক্তার সহ অন্যান্য। ময়লা-আবর্জনা পরিস্কারের পর ১৫০ জন নিবন্ধিত স্বেচ্ছাসেবক নারী-পুরুষকে স্বেচ্ছাসেবকের সার্টিফিকেট তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের সমাপনীতে সকল স্বেচ্ছাসেবকদের শপথ বাক্য পাঠ করান রোটারী কাব অব ফতুল্লার সাবেক সভাপতি কবির হোসেন পারভেজ। পরিশেষে জেলা কমান্ডার ও শ্রেষ্ঠ সংগঠক এম এ মান্নান ভূঁইয়া বলেন, আজকে আমাদের মন মানসিকতাকেও পরিবর্তন করতে হবে এবং সামাজিক অবক্ষয় রোধে সকলকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজকর্মী মোঃ সাইফুল ইসলাম, মোহাম্মদ হোসেন, আঁিখ আক্তার, জিএম মোস্তফা, মোঃ শামীম, শাহাদাত হোসেন তৌহিদ, মোমেন ইসলাম, মীম, জান্নাতুল ফেরদাউস প্রমুখ। অনুষ্ঠানের সহযোগীতায় ছিলেন সমমনা যুব উন্নয়ন পরিষদ ও অপরাধ প্রতিরোধ সংস্থা।