জয়পুরহাটে ৯ দফা দাবিতে আদিবাসী কেন্দ্রীয় নেতাদের সংবাদ সম্মেলন
নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি
জাতীয় সংসদে সমতলীয় আদিবাসীদের জন্য সংরক্ষিত আসন ৫ % ভাগ কোটা পুনঃ বহাল, আদিবাসীদের ভূমি ও জীবন ও মানের এর অধিকার সহ ৯ দফা দাবি আদায়ে ১৫ ই সেপ্টেম্বর জয়পুরহাটে সংবাদ সম্মেলন করেছে আদিবাসী নেতারা।
জয়পুরহাট জেলা প্রেসক্লাবে বাংলাদেশ আদিবাসী সংঘ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ আদিবাসী সংঘ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক, শ্রী বাচ্চু চন্দ্র মাহাতো। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদিবাসী সংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি, শ্রী কার্তিক চন্দ্র সিং, সহ- সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা, শ্রী বুদা মুন্ডা, অর্থ বিষয়ক সম্পাদক, বাবু সুবাশ ওড়াউ, কেন্দ্রীয় কমিটির নারী বিষয়ক সম্পাদক, সুমী রানী সিং সহ জয়পুরহাট জেলা আদিবাসী সংঘের সভাপতি, সত্যন পাহান প্রমুখ সহ আরও অন্যান্য স্থানীয় আদিবাসী নেতারা।
সংবাদ সম্মেলনে জাতীয় সংসদে সমতলীয় আদিবাসীদের জন্য সংরক্ষিত আসনের ব্যাবস্থা করা, উচ্চ শিক্ষা ও চাকুরীতে ৫% ভাগ কোটা পুনঃবহাল, আদিবাসীদের আলাদা ভূমি কমিশন গঠন, প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে আদিবাসী শিক্ষক নিয়োগ, আদিবাসী বিষয়ক মন্ত্রণালয় গঠন সহ ৯ দফা দাবী লিখিত বক্তব্যে প্রেস করেন কেন্দ্রীয় নেতা।