উল্লাপাড়ায় ৫টি জোনে চলছে বিতর্ক প্রতিযোগিতা
সাহারুল হক সাচ্চু, উত্তরাঞ্চল প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ৫টি জোনে আন্তঃ স্কুল-মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতা-২০১৮ উদ্বোধন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবিত উল্লাপাড়া প্রতিপাদ্যকে সামনে রেখে একযোগে এর উদ্বোধন করা হয়েছে। এ ৫টি জোন হলো- মোহনপুর কে এম ইনষ্টিটিউশন, ধরাইল উচ্চ বিদ্যালয়, পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়, সলপ উচ্চ বিদ্যালয় ও এইচ টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজ।
প্রতিটি জোনে ১২টি করে স্কুল ও মাদ্রাসা মিলে মোট ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। উপজেলা প্রশাসনের আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ও লক্ষ্য হলো-শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের বাইরে জ্ঞান মূলক বই পড়ার অভ্যাস গড়ে তোলা, সাধারণ জ্ঞানের-উৎসাহ মূলক অনুষ্ঠানে অংশ গ্রহণে উদ্বুদ্ধ করা, সঠিক ও শুদ্ধ ভাবে ভাষার উচ্চারণ, মহান মুক্তিযুদ্ধকে সঠিক ভাবে জানা ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হওয়া। মোহনপুর কে এম ইনষ্টিটিউশনে গত ১৫ সেপ্টেম্বর শনিবার বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন উল্লাপাড়া উপজেলা নিবার্হী অফিসার মোঃ আরিফুজ্জামান।
তিনি বলেন বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বাইরে অন্য শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কুইজ প্রতিযোগিতা এবং তাৎক্ষনিক এর ফলাফল ও পুুরুস্কৃত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী উন্নয়ন মেলায় প্রতিযোগিতায় বিজয়ীদের কে পুরুস্কৃত করা হবে।