৩২ বছরের সাজা প্রাপ্ত আসামি গাংনীর টুনু অস্ত্র ও গুলি সহ গ্রেফতার
এম এ লিংকন,মেহেরপুর প্রতিনিধি
৩২ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামি মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আবু সাঈদ টুনুকে বিদেশী পিস্তল ও গুলি সহ গ্রেফতার করেছে মেহেরপুর জেলা পুলিশের একটি দল। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) শেখ মোস্তাফিজুর রহমানের নেতৃতত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সুত্রে জানা যায়। শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মেহেরপুর শহরের পশুহাটপাড়া এলাকার বক্ষব্যাধি ক্লিনিকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপতার কৃত আসামি টুনু ১০ বছর ধরে মেহেরপুরের শিশুবাগান পাড়ায় বসবাস করছে। তাকে গ্রেফতারের বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মেহেরপুর জেলায় নাশকতামূলক ও সন্ত্রাসী কর্মকান্ড সৃষ্টি করার লক্ষ্যে সরকার বিরোধী অপশক্তির সমর্থনকারী হিসেবে আবু সাইদ টুনু কাজ করে আসছিলেন। তিনি আরো বলেন, আবু সাইদ টুনু একটি সক্রিয় রাজনৈতিক দলের সমর্থক। প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তার কাছে থেকে উদ্ধার করা পিস্তল দুটি ইউ এস এ এর তৈরি হলেও পার্শ্ববর্তি দেশ ভারত থেকে আমদানি করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বক্ষ ব্যাধি ক্লিনিকের সামনে অভিযান চালানো হয়। এসময় তাকে গ্রেপ্তার করে তলাশি চালানোর সময় সে তার কোমরে রাখা দুটি পিস্তলের একটি বের করে গুলি চালানোর চেষ্টা চালায়। তাৎক্ষনিক তাকে হ্যান্ডকফ পরিয়ে তার কোমরের দুই পাশে থেকে দুটি ইউএসএ তৈরি ২টি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে থানায় নেওয়া হয়।
তিনি আরো জানান, আবু সাইদ টুনু প্রায় ১৭ বছর পুর্বে আখেরুল নামের এক ব্যক্তিকে হত্যা করে। সেই মামলায় তার ৩২ বছরের জেল হয়। দির্ঘদিন বিদেশে পলাতক থাকার পর দেশে ফিরে উচ্চ আদালত থেকে সে জামিনে ছিল। জামিনে থেকে সে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছিল। খোজ নিয়ে জানা গেছে, তার পরিবারের অনেক সদস্য সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে।