বেনাপোলে নাশকতার অভিযোগে ৮ জন আটক মামলা দায়ের।
মীর ফারুক যশোর জেলা প্রতিনিধি
শনিবার রাতে যশোর বেনাপোল বিভিন্ন স্থান থেকে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি জামায়াতে ৮ জন কে নাশকতার অভিযোগে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটককৃত ৮ জনের নামে নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করে পুলিশ,আটককৃত ৮ জনের নামে একটি নাশকতার মামলা দায়ের করে পুলিশ,দুপুরের পর আটক ৮ জনকে যশোর কোট হেফাজতে প্রেরণ করেছে।
পুলিশ ঘটনাস্থল থেকে ১৪ টি হাত বোমা,১০৭টি পাথর,১৫টি লোহার রড,৩ টি রামদা,২ টি চাপাতি, উদ্ধার করে বলে জানা পুলিশ।
আটককৃতরা হলো পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুর সাত্তারের ছেলে আব্দুর কাদের,শার্শা থানা বিএনপির সদস্য বালুন্ডা গ্রামের ইসমাইল হোসেন এর ছেলে কবিরুল ইসলাম, বেনাপোল ভবেরবের গ্রামের মমিনুর রহমান এর ছেলে যুবদল নেতা কামাল হোসেন, জামায়াতের নেতা রেজাউল ইসলাম এর ছেলে ইমরান হোসেন, কাওসার আলীর ছেলে আজিজুর রহমান, আলী হোসেন এর ছেলে আজগার আলী, হানিফ মোড়ল এর ছেলে এনায়েত আলী, ও রইজুর ইসলাম এর ছেলে ইসমাইল হোসেন।
বেনাপোল পোর্ট থানা ওসি আবু সালেহ মাসুদ করিম খবরের সত্যতা নিশ্চিত করেন।তিনি বলেন গোপন সংবাদে জানতে পারি জামায়াত বিএনপি নেতা কর্মিরা নাশকতামূলক কর্মকান্ড করার জন্য সমাবেত হচ্ছে,এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৮ জন কে আটক করি,বাকীরা পালিয়ে যায়।আটককৃতদের নামে নাশকতার অভিযোগে মামলা করে যশোর জেল হেফাজতে প্রেরণ করা হয়েছে।