কাপাসিয়ায় অগ্নিকান্ডে পাঁচ বসতঘর পুড়ে ছাই
আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
বৈদ্যুতিক শর্ট সার্কিটের থেকে মোবাইল চার্জারের মাধ্যমে অগ্নিকান্ডের ঘটনায় কাপাসিয়ার কপালেশ্বর গ্রামে ১৫ সেপ্টেম্বর শনিবার রাতে রাজিউদ্দিন রাজু মিয়ার বসত ভিটার পাঁচ ঘর পুড়ে ছাই হয়। এ ঘটনায় অর্ধ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে জানান পরিবার ।
রাজু মিয়ার ছেলে রাজিব জানান, আমি সন্ধ্যায় বাড়ীতে ছিলাম। মাগরিবের নামাজ পড়তে বাড়ী থেকে পাশেই মসজিদে যাই। মুঠো ফোনে জানতে পারি বাড়ীতে আগুণ লেগেছে। ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা, দলিল দস্তাবেজ, আলমিরা, চকি, খাট, বৈদ্যুতিক পাখা, টিভি ফ্রিজসহ পঞ্চাশ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়।
সাবেক ইউপি সদস্য আবদুর রহিম জানান, এলাকাবাসীর সহযোগিতায় রাত ৮টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আনা হয়। আগুণ নিয়ন্ত্রণে আনার আধাঘন্টা পরে গাজীপুর ফায়ার সার্ভিস এর একটি দমকল বাহিনী ঘটনাস্থলে পৈাছে।
গাজীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জাকির হোসেন ও কর্মকর্তা জাকারিয়া খান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মোবাইল চার্জ এর সংযোগ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় নগদ এক লাখ টাকা, ২০ ভরি স্বর্ণালংকার এবং পাঁচটি বসতঘর পুড়ে যায়।