শার্শার বাগআঁচড়ায় বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ : আহত পাঁচ
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শার বাগআঁচড়ার সাতমাইলে বাস ও প্রাইভেট কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।
বুধবার দুপুর আড়াইটার সময় যশোর- সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া সাতমাইল নামক স্হনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,সাতক্ষীরা থেকে ছেড়ে আসা দ্রুতগামী (যশোর -জ-১১-০১০৮)নাম্বারের লোকাল বাসের সাথে যশোর থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার(ঢাকা মেট্রো গ-১২-৬২৭৮)এর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জন মারাত্মক ভাবে আহত হয়েছে। আহত ৫ জনকে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা প্রত্যেকেই প্রাইভেট কারের যাত্রী। তাদের অবস্থা আশঙ্কাজনক।
আহতরা হলেন, সাতক্ষীরা জেলার ধান্যতারা গ্রামের আতিয়ার মোল্লার ছেলে শওকত আলী (৫০), প্রাইভেট কার ড্রাইভার চারাবটতলা গ্রামের আইজুল ইসলামের ছেলে কবিরুল ( ৪০), শার্শার রাড়ীপুকুর গ্রামের আবু সরদারের ছেলে কাজল আলী (৩০),একই গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে আঃ হাই (৪৫), বাগআঁচড়া গ্রামের কিতাব আলীর ছেলে কবিরুল (৪৫)।
দূর্ঘটনার সাথে সাথে বাসের ড্রাইভার পালিয়ে যায়। এর মধ্যে ড্রাইভার কবির, আব্দুল হাই এবং শওকত আলীর অবস্থা আশংকাজনক।