গোপালগঞ্জে বশেমুরবিপ্রবি’র অবকাঠামো উন্নয়নে একনেকে ২৫০ কোটি টাকা অনুমোদন
নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববদ্যালয়-এর অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ২৫০ কোটি ৫৬ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সভায় বশেমুরবিপ্রবি’র অধিকতর উন্নয়ন প্রকল্পের আর.ডি.পি.পি. এর অনুমোদন দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুল আলম গণমাধ্যমকর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেন। এ প্রকল্পের আওতাধীন কাজের মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ ২৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম নির্মাণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরাল ও শহীদ মিনার কমপ্লেক্স নির্মাণ, দৃষ্টিনন্দন ওয়াটার বডি, মেইন গেটসহ আরো একটি গেট নির্মাণ, নবনির্মিত একাডেমিক ভবনটি ১০ তলায় বর্ধিতকরণ, প্রশাসনিক ভবন ৫ তলা থেকে ১০ তলার উন্নতিকরণ, শিক্ষক-কর্মকর্তাদের ডরমেটরি ও হলগুলো ৫ তলা থেকে ৬ তলায় বর্ধিতকরণ, অ্যাম্পিথিয়েটার নির্মাণ ও জয়বাংলা চত্ত¡রের শোভাবর্ধন করণ।