ঝালকাঠিতে বিআরটিসি বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত ওসি
ঝালকাঠিতে যাত্রীবাহিবাহি বিআরটিসি বাস চাপায় দেয়োয়ার হোসেন নামে ভাড়ায় চালিত এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। বাস ও চালককে আটক করেছে পুলিশ। দুর্ঘটনায় প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার সকাল ৯টার দিকে ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া গ্রামের বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার রাজাপুর উপজেলার উত্তর মনোহরপুর গ্রামের মান্নান হাওলাদারের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে এক সন্তান ও স্ত্রী নিয়ে সংসার চালাতেন। দুর্ঘটনার প্রায় ২ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করে দেয় পুলিশ। রাজাপুর থানার ওসি শামসুল আরেফিন জানান, খুলনা থেকে ছেড়ে আসা বরিশালগামী (ঢাকা মেট্রো-ব-১১-২৭৭১) বিআরটিসি বাসটি সামনা সামনি চাপা দিলে বেকুটিয়াগামী ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক দেলোয়ার ঘটনাস্থলেই মারা যান। এতে মোটরসাইকেলটি ধুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় বাস ও বাস চালক ঝালকাঠির গগণ এলাকার মৃত বজলু হাওলাদারের ছেলে মাহমুদকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।