বুড়িচং পীরযাত্রাপুরের প্রবাসী বাহরাইনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু
সাকিব আল হেলাল
কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের পীরযাত্রাপুর গ্রামের বাহরাইন প্রবাসী মোঃসেলিম মিয়া (৪৩) বাহরাইনের বুধবার(১০ অক্টোবর) রাতে বাহরাইনের মানামার আন্দারা গলিতে ৪ তলা ভবনের ভয়াবহ অগ্নিকান্ড দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহী ....রাজিউন)। প্রত্যাক্ষদর্শী প্রবাসীরা জানান,বুধবার রাতে বাহরাইনের মানামায় আন্দরায় গলিতে অগ্নিকান্ড ঘটনা দেখতে গিয়ে হটাৎ অসুস্থ অনুভব করলে বন্ধুরা তাকে তার কক্ষে নিয়ে গেলে সেখানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়”।
মোঃ সেলিম মিয়া অনেক ধার দেনা করে গত ৩ বছর আগে আয়ের উদ্দেশ্য বাইরাইনে রওযানা দেন।অনেক কষ্টে কিছু দেনা শোধ করলেও বর্তমানে তার ৩ লক্ষ টাকা দেনা রয়েছে।এরই মধ্য সেলিম মিযার এই অকাল মৃত্যুতে পরিবারের শোক দিগুন হয়ে যায়। সেলিম মিয়া জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের পীরযাত্রাপুর গ্রামের মোঃমফিজুল ইসলামের ছেলে।তিনি ৪ ভাই ২ বোনের মধ্য দ্বিতীয়। সেলিম মিয়ার ১ স্ত্রীসহ ইসরাত জাহান(১৮),নূসরাত জাহান(১১) ও মাসুমা নামক তিন কন্যা সন্তান রয়েছে।তার মৃত্যুতে পরিবারসহ এলাকাতে শোকের ছায়া নেমে আসে। পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রেজউল করিম খান বলেন,সেলিম মিয়ার অকাল মৃত্যু মেনে নেবার নয়।তার ৩টি কন্যা সন্তান নিয়ে এখন তার স্ত্রী পুরোপুরি অসহায় হয়ে গেল।সঙ্গে সেলিম মিযার রেখে যাওয়া ৩ লক্ষ টাকা দেনা তো আছেই।আমরা তার রূহের মাগফেরাত কামনা করি”।