কিশোরগঞ্জের তাড়াইলে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৪ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা
এ.এম. উবায়েদঃ কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় এ অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলার উপ-পরিচালক মো. ইব্রাহীম হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুর রউফ তালুকদার ও জেলা পুলিশ লাইনের সদস্যবৃন্দ।
জানা যায়, মেয়াদ উত্তীর্ণ জীবন রক্ষাকারী ওষুধ রাখার দায়ে উপজেলা সদর বাজারের হিমেল মেডিকেল হলকে পাঁচ হাজার টাকা, জয় মেডিকেল হলকে তিন হাজার টাকা, উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা বাজারে অভিযান চালিয়ে ঝুমা মেডিকেল হলকে তিন হাজার টাকা এবং সদর বাজারের জহির ষ্টোরে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী রাখার দায়ে তিন হাজার টাকা জরিমানা আদায় করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলার উপ-পরিচালক মো. ইব্রাহীম হোসেন জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯ এর ৫১ ধারা মোতাবেক অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়।