বাকেরগঞ্জে সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
উত্তম কুমার, বাকেরগঞ্জ প্রতিনিধি
বাকেরগঞ্জে মহাকাল পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক আহম্মেদ কাওছার ক্ষৌণিশকে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলাকারী জলদস্যুদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২৫ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৪টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন দৈনিক দক্ষিণের কাগজের সম্পাদক ও প্রকাশক মোঃ হাবিবুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান মোহাম্মাদ সেলিম, বাকেরগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, বিএমএসএফ’র সভাপতি দীন মোহাম্মাদ দীনু।
কর্মসূচিতে গণবার্তার সিনিয়র রিপোর্টার মোঃ মিজানুর রহমান, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক আতাউর রহমান রোমান, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বায়েজিদ বাপ্পি, সহ-দপ্তর সম্পাদক সফিক খান, কোষাধ্যক্ষ নোমান ডাকুয়া, বিএমএসএফ’র সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন মনির, সাংবাদিক এস.এম পলাশ, মোঃ সাইদুর রহমান, মোঃ মাসুদ সিকদার, শফিকুল আলম নাছির, নজরুল ইসলাম মাহফুজ এইচ এম শাহাদাত, ইমরান খান সালাম, মোঃ মহিবুল ইসলাম, গাজী মোঃ মোশারফ, অহিদুজ্জামান পলাশ, রিপোটার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক কেএম সোহেল হাসান মুসা, অপরাধ বিচিত্রার সাংবাদিক ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (বাসক) বাংলাদেশ পরিচালক তালুকদার মো: শহীদ, সাংবাদিক মাহাবুব শুভ, মহিবুল ইসলাম সৌরভ, মোরশেদ, বিশ্বজিত সরকার, রিয়াজ শরীফ, উত্তম কুমার, জিয়াউল হক, বশির আহম্মেদ রেজা, মোঃ বসির আহমেদ, মোঃ আক্তারুজ্জামান রুবেল, মোঃ আবুল বাসার, বাদশা ফয়সাল খান সবুজ, দেলোয়ার হোসেন, জাহিদুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, রাসেল, সোহেল হাওলাদার, নাছির প্রমূখ উপস্থিত ছিলেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অবিলম্বে সিনিয়র সাংবাদিক আহম্মেদ কাওছার ক্ষৌণিশের উপর হামলার তিব্র নিন্দা জানিয়ে হামলাকারী জলদস্যু সন্ত্রাসীদের দ্রæত গ্রেফতারের দাবি জানান।
অন্যথায় তারা বৃহত্তর আন্দোলন সংগ্রাম করবেন বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য ২২ অক্টোবর দুপুরে উপজেলার কলসকাঠী ইউনিয়নের দক্ষিণ সাদিশ গ্রামে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জলদস্যুদের মা ইলিশ শিকারের ছবি তুলতে গেলে তারা সাংবাদিক ক্ষৌণিশসহ ৫ জন সাংবাদিককে পিটিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় সাংবাদিক ক্ষৌণিশ বাদি হয়ে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।