আলোচনা গঠনমূলক হয়েছে : বদরুদ্দোজা চৌধুরী
বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, আলোচনা গঠনমূলক হয়েছে, প্রধানমন্ত্রী সকলের কথা শুনেছেন। সংলাপ শেষে বিকল্পধারার চেয়ারম্যান সাংবাদিকদের এ কথা বলেছেন।
এর আগে আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটের সঙ্গে যুক্তফ্রন্টের শুক্রবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংলাপ শুরু হয়। সংলাপের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সংলাপ করছে আওয়ামী লীগ। সবাইকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সূচন বক্তব্য শেষে যুক্তফ্রন্টের নেতারা একে একে তাদের ৪ দফা দাবি তুলে ধরেন। সংলাপে যুক্তফ্রন্টের পক্ষ থেকে ২১ নেতাকর্মী অংশ নিয়েছেন। বিকল্পধারা বাংলাদেশের পক্ষ থেকে অংশ নিয়েছেন এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকসহ অন্য নেতারা।