খাগড়াছড়ি রামগড়ে বেড়েছে ভোটার কমেছে নির্বাচনী এলাকা।
মোহাম্মদ শাহেদ হোসেন রানা,রামগড়(খাগড়াছড়ি):
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি রামগড় উপজেলায় এবার ভোটার বাড়লেও কমেছে নির্বাচনী এলাকা। দশম জাতীয় সংসদ নির্বাচনে ৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে রামগড় উপজেলায় নির্বাচন হয়েছে। তবে এবার একাদশ নির্বাচনে ২টি ইউনিয়ন ১টি পৌরসভা নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
পার্শ্ববর্তী নবগঠিত গুঁইমারা উপজেলায় হাফছড়ি ইউনিয়ন অন্তর্ভূক্ত করায় একটি ইউনিয়ন বাদ পড়েছে। দশম জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটার বেড়েছে ৬ হাজার ৩৭১জন। সব মিলিয়ে ৩৮ হাজার ৬৮৮জন ভোটার আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে ভোটার বাড়লে ও আগের মতো ১৬ টি ভোটকেন্দ্র ও ৭২টি ভোট কক্ষে ভোট গ্রহণ করা হবে। উপজেলা নির্বাচন কার্যালয় তথ্যমতে, দশম জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার ২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ভোটার সংখ্যা ছিল ৩২ হাজার ৩১৭ জন।
বর্তমানে ভোটার বেড়ে দাঁড়িয়েছে ৩৮হাজার ৬৮৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৯ হাজার ৯০৩ জন আর মহিলা ভোটার ১৮ হাজার ৭৮৫ এবং রামগড় পৌরসভা এলাকায় ভোটার ১৯ হাজার ৫১১জন। ১নং রামগড় ইউনিয়নের ৯ হাজার ৯৪৮ এবং ২নং পাতাছড়া ইউনিয়নের ভোটার ৯ হাজার ২২৯ জন। উপজেলা নির্বাচন কর্মকর্তা সুজন কুমার বিশ্বাস জানান, উপজেলায় ভোটার বাড়লে ও এলাকা বাড়েনি। যে কারণে গতবারের মত ১৬টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ভোটার ও কেন্দ্রের সব কিছু সম্পন্ন করা হয়েছে। তফসিল পরবর্তী নির্দেশনা মোতাবেক বাকি কাজ পরিচালনা করা হবে।