ধামইরহাটে নিরাপদ সড়ক দিবস পালিত"
রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
২৫ বছর পূর্বে চট্রগ্রামের অদূরে চন্দনাইশ বান্দরবানে স্বামী ইলিয়াস কাঞ্চনের কাছে যাবার পথে মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় মৃত্যু হয় জাহানারা কাঞ্চনের। মৃত্যুর সময় জয় ও ইমাম নামের দুই অবুঝ সন্তানকে রেখে যান। স্ত্রীর অকাল মৃত্যুতে শোককে শক্তির রুপে রুপান্তরিত করে রাজ পথে নেমে আসেন সঙ্গী হারা সেসময়ের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়! এই শ্লোগান নিয়ে গড়ে তোলেন একটি সামাজিক আন্দোলন 'নিরাপদ সড়ক চাই'
আজ ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ও মরহুম জাহানারা কাঞ্চনের ২৫তম মৃত্যু বার্ষিকী। সারাদেশের ন্যায় নওগাঁর ধামইরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলাধীন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং উপজেলা পরিষদের অডোটেরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়।
এসময় তিনি নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য উপস্থাপন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন, উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক মো. আবু ইউছুব মর্তুজা রহমান, প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মালেক, সাংবাদিক রেজুয়ান আলম সহ বিভিন্ন স্কুলের ছাত্র,ছাত্রী এবং শিক্ষকগন উপস্থিত ছিলেন এবং পুরো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন মেহেদী হাসান।