নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ করেছে বিভিন্ন রাজনৈতিক দল।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ করেছে বিভিন্ন রাজনৈতিক দল। আজ রাত ১২টার মধ্যে নির্বাচনী প্রচারণা সামগ্রী সরিয়ে ফেলার শেষ দিন।
রোববার( ১৮ নভেম্বর) দুপুরে রাজশাহী নগরীর বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈশান বিন মাজেদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়। এদিকে, গাইবান্ধায় জেলা বিএনপির কার্যালয়ে পোস্টার অপসারণ করেছেন দলীয় কর্মীরা।
পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করা হয়। এছাড়া, খুলনায় নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করেছেন সম্ভাব্য প্রার্থীরা।