গাংনীতে জামায়াত নেতার বিরুদ্ধে বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী পৌরসভার বাঁশবাড়ি পশ্চিম পাড়া এলকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত রবিবার দিবা গত রাতে এ ঘটনা ঘটে বলে জানান ভুক্তোভোগি মালয়েশিয়া প্রবাসি জাকিরুল ইসলামের স্ত্রী রেবেকা খাতুন।
রেবেকা খাতুন জানান, জেলা জামায়াত নেতা একই গ্রামের মৃত কলিমুদ্দিনের ছেলে আঃ মালেক আমার বসত ভিটার জমি জোর করে দখল করে নিতে চায়। আমরা বাঁধা দিলে সে আমাকে বিভিন্ন সময় নানান ভাবে ভয় ভিতি দেখায়। প্রবাসির স্ত্রী রেবেকা জানান, প্রায় চার বছর আগে নানির কাছ থেকে আমার মা ওয়ারিশ সুত্রে ৫ শতাংশ জমি পায়, আমার মা আমাকে সে জমি রেজিষ্ট্রি করে দেয় প্রায় ৪ বছর আগে। সে সময় ঐ জমির উপরে রেবেকা খাতুন তার বসত বাড়ি নির্মান করে বলে সাংবাদিকদের জানান।
বসতবাড়ি নির্মান করার পর প্রায় এক বছর পর আদালত থেকে রেকেকা খাতুনের কাছে একটি সমন আসে। ঐ মামলাটি এখনও চলমান রয়েছে বলেও জানান ভুক্তোভোগি রেবেকা খাতুন। এর মধ্যে হঠাৎ ঘটনার দিন রবিবার (১৮-১১-২০১৮) ইং তারিখে দিবা গত রাতে গাংনী থানা পুলিশ প্রবাসির স্ত্রী রেবেকা খাতুনকে একটি মামলায় গ্রেফতার করে নিয়ে যায়। এসময় প্রতিপক্ষ আঃ মালেক সহ তার লোকজন রেবেকা খাতুনের বসতবাড়ি ভাংচুর করতে থাকে এবং বাড়ির মালামাল লুট করতে থাকে বলে তিনি সাংবাদিকদের জানান।
রেবেকা খাতুন আরো জানান, আমাকে যখন পুলিশ ধরে নিয়ে যায় তখনই আমার বাড়ি ভাংচুর করে মালেক ও তার লোকজন এবং বাড়ির মালামাল লুটপাট করে। বিষয়টি কর্তব্যরত দারোগাকে জানালে তিনি কর্ণপাত না করে রেবেকা খাতুন কে ধরে নিয়ে যান। রেবেকা খাতুন পরের দিন সোমবার জামিনে মুক্তি লাভ করে বাড়ি ফিরে দেখেন তার বসতবাড়ি ভাংচুর করা হয়েছে এবং স্বর্নালংকার সহ অন্যান্য মালামাল লুট করা হয়েছে বলে জানান তিনি। রেবেকা খাতুন জানান, আমার বাড়িতে রাখা নগদ ৩৫ হাজার টাকা, ২ ভরি সোনার গহনা, ৪টি ছাগল, ৪টি বিদেশি কম্বল সহ বাড়ির অন্যান্য জিনিস পত্র লুটপাট করেছে এবং আসবাব পত্র ভাংচুর করেছে। প্রবাসির স্ত্রী রেবেকা খাতুন জানানম আমার স্বামী সন্তান বিদেশে থাকার সুযোগে আমার উপরে সে প্রায় ৪ বছর ধরে এ ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য।
তাতেও যখন কাজ হয়নি তখন প্রবাসির স্ত্রীর নামে গত রবিবার থানায় একটি মামলা করে তাকে গ্রেফতার করানো হয়। এ বিষয়ে ভুক্তোভুগি প্রবাসির স্ত্রী রেবেকা খাতুন এর প্রতিকার চেয় বলেন, ঐ আঃ মালেক জামায়াতের নেতা হয়েও আজও দেশের মানুষকে অত্যাচার করে যাচ্ছে। তিনি এর বিচার দাবি করেছেন। বসতবাড়ি ভাংচুরের বিষয়ে থানায় কোন মামলা করেছেন কিনা জানতে চাইলে রেবেকা খাতুন বলেন থানায় মামলা করার প্রস্তুতি চলছে।