নওগাঁ পতনীতলায় গ্রাম আদালত বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত।
মাসুদ রানা,(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ জেলার পতনীতলা উপজেলায়, উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে সকাল ১০'০০টা হইতে দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ কর্মশালায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল হমিদ, বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন মহাদেবপুর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম। এছাড়াও বক্তব্য রাখেন গ্রাম আদালত প্রকল্পের জেলা প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম ও উপজেলা সমন্বয়কারী মোঃ সেলিম উদ্দীন।
কর্মশালায় উপজেলার সরকারী প্রতিষ্ঠানের মধ্যে উপজেলা সমাজসেবা অফিসার সুলতান আহমেদ, উপজেলা কৃষি অফিসার প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে হানী, উপজেলা যুব উন্নয়ন অফিয়ার মোঃ আলম আলী, উপজেলা সমবায় অফিসার মোঃ তোসলিম উদ্দীন, উপজেলা অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী সভায় উপস্থিত ছিলেন।
এবং উপজেলার বেসরকারী প্রতিষ্ঠানের মধ্য আশা'র শাখা ব্যবস্থাপক মোঃ হাসিফুল ইসলাম, ব্রাক এর শাখা ব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম, কারিতাস এর শাখা ব্যবস্থাপক মোঃ খাইরুল বাসার, ঘাসফুল এর শাখা ব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমান, আশ্রয় এর শাখা ব্যবস্থাপক এটিএম ইকবাল হোসেন, দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী মোঃ আছির উদ্দীন, এসোড এর শাখা ব্যবস্থাপক মোঃ আবুল বাসার, বন্ধন এর শাখা ব্যবস্থাপক মোঃ মেহেরাব হোসেন, বিএলএমএফ এর টি.সি মোঃ ইউনুছার রহমান, গাক এর শাখা ব্যবস্থাপক মোঃ মতিউর, রিক এর শাখা ব্যবস্থাপক মোঃ রাসেল, বেডো'র শাখা ব্যবস্থাপক মোঃ বেলাল হোসেন, বীজ এর শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুলাহ আল মামুন, জাকস ফাউন্ডেশন এর শাখা ব্যবস্থাপক মাহমুদুল হাসান মুকুল, জেআরডিএম এর শাখা ব্যবস্থাপক মোঃ খালেকুজ্জামান, ঘোষনগর প্রগতি সংস্থার পরিচালক জন বৈদ্য, টিএমএসএস এর শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল ওহাব এবং সেন্ট ম্যাথিউস স্কুলের অধ্যক্ষ মোঃ আতাউর রহমান কর্মশালায় উপস্থিতি ছিলেন।
কর্মশালায় সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের ভুমিকায় কে কতটুকু গ্রাম আদালত প্রচারে ভুমিকা রাখছে, কতগুলো এবং কিভাবে রিপোর্ট প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানের প্রধানগণ কি কি পরিকল্পনা হাতে নিয়েছেন তা আলোচনা করা হয়। আগামীতে গ্রাম আদালতের প্রচারণায় কি ধরনের কাজ করতে হবে তা কর্মশালায় উপস্থিত সকলকে অবহিত করা।