বাগেরহাট-৪ হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হলেন নৌকার মাঝি ডা. মোজাম্মেল
এস.এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র করেসপন্ডেন্ট. বাগেরহাট
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ-শরণখোলা) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনীত হয়েছেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন।
কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নিজ এলাকায় ছুটে আসেন। বিগত ৫ বারের নির্বাচিত এ সংসদ সদস্যের আগমনে জনতার ঢল। প্রথমে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত, বাগেরহাট পীর খানজাহান আলী মাজার কবর জিয়ারত করেন।
এরপর তার নিজ জন্মস্থান রামচন্দ্রপুর ইউনিয়নের কচুবুনিয়া গ্রামে পিতা-মাতার কবর জিয়ারত শেষে মসজিদে এক দোয়া অনুষ্ঠিত হয়। তার আগামন উপলক্ষে আজ মঙ্গলবার সকাল থেকেই দিনভর মোড়েলগঞ্জ-শরণখোলার ২০ ইউনিয়নেরহাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হলেন নৌকার মাঝি ডা. মোজাম্মেল নেতাকর্মী সহ সাধারণ জনতা তাকে শুভেচ্ছা জানানোর জন্য ছুটে আসেন। জিয়ারত শেষে সাবেক সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন উপস্থিত জনতার মাঝে বলেন, ‘উন্নয়নের স্বার্থে আরো একবার নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
বিগত দিনের অসমাপ্ত কাজ গুলোকে সমাপ্ত করতে হবে ‘ এ সময় তার সাথে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক মিজানুর রহমান জনি, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সদস্য মো. জামিল হোসাইন, লায়ন সামছুল আলম, উপজেলা চেয়ারম্যান শাহ-ই আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান লাল, রাজ্জাক মজুমদার, আব্দুর রহিম বাচ্চু, মাহমুদ আলী, জাহাঙ্গীর আলম বাদশা, নান্না শেখ, মিজানুর রহমান বাবুল, রেজাউল করিম নান্না, রিপন দাস, জেলা পরিষদ সদস্য মো. কামাল শেখ, যুবলীগ আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম.ইব্রাহিম হোসেন ফরাজি সহ আ.লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।