নবাবগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্টভাবে নির্বাচনের লক্ষে মসজিদের ইমামদের নিয়ে সভা
এম এ সাজেদুল ইসলাম নবাবগঞ্জ (দিনাজপুর)
দিনাজপুর-৬ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে সম্পাদনের জন্য নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ইমাম মুয়াজ্জিনদের করনীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউল হক, কৃষি কর্মকর্তা আবু রেজা মো. আসাদুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান এবং উপজেলা মসজিদের পেশ ইমাম মওলানা আজিজার রহমান, ইসলামিক ফাউন্ডেশন নবাবগঞ্জ সাব জোন অফিসের সুপারভাইজার আবুল বাশার মো. শফিকুর রহমান।
ইউএনও মো. মশিউর রহমান বলেন, আগামী নির্বাচনের আগে ধর্মকে, মসজিদ, মাদ্রাসকে ব্যবহার করে নির্বাচনে কেউ যেন কোন প্রকার বিভ্রান্তি ছড়াতে, নাশকতা করতে না পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। এছাড়াও সন্ত্রাস নাশকতা জঙ্গিবাদ প্রতিরোধে ইমামদের করণীয় শির্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান।