কিশোরগঞ্জের ৬টি আসনে মেজর আখতারুজ্জামানসহ ২১ জনের মনোনয়নপত্র বাতিল, বৈধ প্রার্থী ৩৪জন
এ.এম.উবায়েদ, কিশোরগঞ্জ প্রতিনিধি
আজ রোজ রবিবার (০২ ডিসেম্বর) কিশোরগঞ্জের ছয়টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় আলোচিত মেজর (অব.) আখতারুজ্জামান সহ বিএনপির চারজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
আজ জেলা সম্মেলন কক্ষে যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জনাব সারওয়ার মুর্শেদ চৌধুরী একথা জানান। যাদের মনোনয়ন পত্র বাতিল করা হয় তারা হলেন, কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির শরিফুল ইসলাম ও খালেদ সাইফুল্লাহসহ মোট পাাঁচজনের মনোনয়নপত্র বাতিল হয়।
অপরদিকে কিশোরগঞ্জ-২ আসনে আলোচিত প্রার্থী বিএনপির মেজর (অব.) আখতারুজ্জানসহ মোট সাতজনের, কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির সাইফুল ইসলাম,স্বতন্ত্র ডাঃ মিজানুল হক সহ মোট পাাঁচজনের, কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির বাবু সুরঞ্জন ঘোষ, কিশোরগঞ্জ-৫ আসনে জাসদের সেলিনা হায়াত এবং কিশোরগঞ্জ-৬ আসনে মোট তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
মনোনয়নপত্র বাতিল হওয়া কিশোরগঞ্জ-১ আসনের অন্যরা হলেন, জাতীয় পার্টির প্রার্থী মো. মোস্তাইন বিল্লাহ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) প্রার্থী মুহ. আবদুর রহমান এবং বিকল্পধারা বাংলাদেশ থেকে মোহাম্মদ ইউসুফ।
কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। তাঁদের মধ্যে আট জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।