‘যুক্তির শাণিত ধারে ছিন্ন হোক আঁধার’ শ্লোগানে সামনে ঝিনাইদহে শুরু হয়েছে জেলা সংসদীয় বিতর্ক উৎসব
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
‘যুক্তির শাণিত ধারে ছিন্ন হোক আঁধার’ এ শ্লোগানকে সামনে ঝিনাইদহে শুরু হয়েছে জেলা সংসদীয় বিতর্ক উৎসব। ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির আয়োজনে এ উপলক্ষে সোমবার সকালে শহরের কেসি কলেজ চত্বর থেকে র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে কেসি কলেজ শহীদ মিনার চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সভাপতি আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
উদ্বোধন করেন সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বি এম রেজাউল করিম। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, নিশচা জেলা শাখার সভাপতি এ্যাড. মনোয়ারুল হক লাল। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক শুভ কুমার বিশ্বাস।
‘এই সংসদ মনে করে পারিবারিক সচেতনতাই পারে বাল্যবিবাহ রোধ করতে’ এ বিষয়ে উদ্বোধনী দিনে বিতর্ক প্রতিযোগিতা অংশ নেয় কেসি কলেজ ও পলিটেকনিক ইন্সটিটিউট। সোমবার থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে মাসব্যাপী।