লালমনিরহাটে ৪ দেশীয় বানিজ্যিক বৈঠক
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের বুড়িমারী স্থল বন্দরে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান’র মধ্যে আন্তর্জাতিক ব্যবসা বানিজ্য সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনভর বুড়িমারী স্থলবন্দর হলরুমে স্থলবন্দর কাস্টম সহকারী কমিশনার খায়রুল বাশারের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)- এর আয়োজনে বৈঠকে বাংলাদেশের পক্ষে রংপুর বিভাগীয় সহকারী কমিশনার আব্দুল মান্নান সরদার, ভুটানের পক্ষে আঞ্চলিক পরিচালক সোনাম দরজি, ভারতের পক্ষে অতিরিক্ত কমিশনার শ্রী রামেশ ভার মিনা ও নেপালের পক্ষে চীফ কাস্টম অফিসার টেক বাহাদুর আরিয়াল নেতৃত্ব দেন।
বৈঠকে বাংলাদেশ দলের ৫ জন, নেপাল দলের ৩ জন, ভুটান ও ভারত দলের ৪ জন করে প্রতিনিধি অংশগ্রহন করেন। এ সময় ৪ দেশীয় আন্তর্জাতিক ব্যবসা বানিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।